রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মাছি থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস

মাছি থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস

মাছি থেকেও মানবদেহে সংক্রামিত হতে পারে করোনাভাইরাস। ভিডিওবার্তায় সতর্ক করলেন অমিতাভ বচ্চন। কী ভাবে ঘটে এই সংক্রমণ?

অমিতাভ জানিয়েছেন, মেডিক্যাল জার্নাল ‘ল্যানসেট’ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মানব মলের মধ্যে করোনাভাইরাস বেশ কিছু দিন জীবিত থাকতে পারে। কোনও করোনা আক্রান্ত ব্যক্তি যদি সুস্থও হয়ে যান, তার মল থেকে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। কোনও মাছি যদি আক্রান্ত ব্যক্তির মলে বসার পরে সুস্থ ব্যক্তির খাবারে অথবা গায়ে বসে, সে ক্ষেত্রে সহজেই হতে পারে সংক্রমণ।

এমতাবস্থায় খোলা জায়গায় মলত্যাগ না করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন অমিতাভ। তার ওই টুইটটি রিটুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বৃহস্পতিবার রাত পর্যন্ত ভারতে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৬৯৪-এ। তাই এখনই সচেতন না হলে যে সব কিছু হাতের বাইরে চলে যাবে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন বিগ বি।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *