বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / কৃষি / মাচায় লাউ চাষ করে ফিরে তাকাতে হয়নি লাউচাষী রনিকে

মাচায় লাউ চাষ করে ফিরে তাকাতে হয়নি লাউচাষী রনিকে

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে মাচায় শীতকালীন আগাম লাউ চাষ করে সফল হয়েছেন চাষী আতিকুর রহমান রনি। সে ওয়ালিয়া পূর্ব পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। রনি ১ বিঘা ৫ কাঠা জমি থেকে ৩২ হাজার টাকা খরচ করে ৪০দিনে ৫০ হাজার টাকার লাউ বিক্রয় করেছেন। সরেজমিনে উপজেলার ওয়ালিয়া পূর্বপাড়া মাঠে চাষী রনির লাউ ক্ষেতে গিয়ে দেখা যায়, সবুজ লাউ ক্ষেতে ছোট বড় প্রায় ৫ শতাধিক লাউ ধরে আছে।

এসময় লাউ চাষী আতিকুর রহমান রনির সঙ্গে কথা বলতে চাইলে রনি বলেন, ‘আমি এইচএসসি পাশ করে চাকরীর পিছনে ঘুরে চাকরী পাচ্ছিলামনা। এবছর আষাঢ় মাসের মাঝামাঝি সময় ১বিঘা ৫কাঠা জমিতে মাঁচা করে হাইব্রিড লাউ চাষ শুরু করি। চারা রোপনের ৬০দিন পর থেকে গাছ গুলিতে লাউ ধরতে শুরু করে। এখন পর্যন্ত ৩২ হাজার টাকা খরচ করে ৪০দিনে জমি থেকে ৫০ হাজার টাকার লাউ বিক্রয় করেছি।’

তিনি আরো বলেন, ‘প্রথম অবস্থায় লাউএর বাজার কিছুটা কম থাকলেও এখন প্রতি পিস লাউ ১৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত পাইকারী বিক্রয় হচ্ছে। একদিন পর পর জমি থেকে ১৫০ থেকে ২০০ পিচ লাউ বিক্রয় করেন। তার এই লাউ এখনো দেড় মাস বিক্রয় করা যাবে। শেষ পর্যন্ত তিনি প্রায় ১লাখ টাকার লাউ বিক্রয় করবেন বলে আশা ব্যক্ত করেন রনি।’

নতুন লাউ চাষী রনির সফলতা দেখে এই এলাকার অনেকেই মাচায় লাউ চাষে আগ্রহ প্রকাশ করছেন।

লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম নারদ বার্তাকে বলেন, ‘রনির মতো শিক্ষিত যুবকরা কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে লালপুরে কৃষি ক্ষেত্রে আরো অগ্রগতি হবে। আগ্রহী যুবকদের উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।’

আরও দেখুন

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার …