নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,, মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের তার অনুসারীরা। আজ ২ ডিসেম্বর সোমবার সকাল দশটার দিকে নাটোর জেলার সাদ অনুসারীদের পক্ষ থেকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয় যে, তাবলীগ জামাত বিগত ১০০ বছর হলো দিল্লির নিজামুদ্দিন মার্কাজ থেকে বিশ্বের প্রায় সকল দেশে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকার কাকরাইল মসজিদ এর একটি শাখা রয়েছে। বর্তমানে নিজাম উদ্দিন মার্কাজের বিশ্ব আমির মাওলানা সাদ ছাহেব এর অনেক অনুসারী রয়েছে। অপর পক্ষ যারা মাওলানা জুবায়ের পন্থি নামে পরিচিত, গত ২০১৮ সালে বাংলাদেশ তাবলীগ জামাতের মূল ধারা থেকে বের হয়ে যায়। উনাদের সাথে বহু সংখ্যক হেফাজত পন্থি উলামায়ে কেরাম যুক্ত হয়েছেন যারা বর্তমানে মাওলানা সাদ ছাহেবের ব্যাপারে বিভ্রান্তিমূলক অসত্য তথ্য প্রচার করছেন। ফলে তাবলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি, মসজিদ- মার্কাজ দখলের মতো ঘটনা বর্তমানে ঘটছে। অথচ ভারতের দেওবন্দ মাদ্রাসার ফতোয়া বিভাগ এবং পাকিস্তানের গ্র্যন্ড মুফতি মাওলানা তকি উসমানি প্রমুখ বিশ্ব বরেণ্য উলামায়ে কেরামদের বর্তমান অভিমত হলো মাওলানা সাদ ছাহেব হকের উপর আছেন। এতদ্বসত্ত্বেও বিশ্ববরেণ্য উলামাদের মত উপেক্ষা করে মাওলানা জুবায়ের পন্থি হেফাজতের উলামারা মাওলানা সাদ পন্থিদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার অপচেষ্টায় লিপ্ত আছেন। অথচ সারা বিশ্বে এমনটি কোথাও হচ্ছে না। এহেন পরিস্থিতিতে নাটোর জেলার মাওলানা সাদ পন্থি তাবলীগের সাথীরা নিম্নলিখিত দুইটি বিষয়ের সমাধানের জন্য জোর দাবি জানাচ্ছে। ১। মাওলানা সাদ ছাহেবকে আসন্ন টঙ্গি ইস্তেমা-২০২৫ এ অংশগ্রহণের সুযোগ দান করা। যেহেতু ইতিপূর্বে উনি ২২ বৎসর টঙ্গি ইস্তেমার প্রধান বক্তা এবং দোয়া পরিচালনা করে আসছিলেন যা গত সাত বৎসর যাবৎ মাওলানা জুবায়ের পন্থিদের বাধার মুখে আসতে পারছেন না। অথচ তিনি অদ্যাবধি সারা বিশ্বে বাধাহীন ভাবে দাওয়াতি কাজ করে চলেছেন। ২। মাওলানা জুবায়ের পন্থি হেফাজতি উলামাদের কর্তৃক মাওলানা সাদ পন্থি সাথীদের মসজিদে-মার্কাজে আমলে বাধা দান, মারপিট, জুলুম ও নির্যাতন বন্ধ করা। তাই আমাদের সাথীরা যাতে বাধাহীন ভাবে নিজ নিজ আমল পরিচালনা করতে পারে এ ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির জন্য দাবি জানাচ্ছি। নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশ মূল ধারার নাটোরের পক্ষে এই স্মারকলিপি প্রদান করেন মোঃ শাহাদাত হোসেন, হযরত আলী, আমজাদ আলী, মোঃ আব্দুল্লাহ প্রমূখ।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …