শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / দক্ষিণবঙ্গ / ঝিনাইদহ / মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

মহেশপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুরের বদ্দিপুর গ্রামে রাফেজা খাতুন রত্না (২০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রোজদার আলীর স্ত্রী।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, নিজ বাড়িতে সন্তানসহ ঘরে ঘুমিয়েছিল গৃহবধূ রাফেজা খাতুন রত্না। ভোরের দিকে ঘরের জানালা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে দৃর্বৃত্তরা তার ঘাড়ে কোপ দেয়। গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিহতের স্বামী মাদক মামলায় জেল হাজতে রয়েছে। কে বা কারা কেন এ হত্যাকান্ড ঘাটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনও থানায় কোন মামলা হয়নি। মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …