সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কলেজের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বাদশার নেতৃত্বে অনুষ্ঠিত প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, মহিলা কলেজের সাবেক  গভর্নিং বডির সভাপতি একেএম বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা ফারুক আহমেদ,  উপজেলা তাঁতী লীগের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা সিদ্দিকা রুপালি, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা প্রমুখ।

বক্তারা দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণের দাবি জানান মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …