শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / মহিউদ্দিন ফারুকের কবিতা ‘শেখ মুজিব’

মহিউদ্দিন ফারুকের কবিতা ‘শেখ মুজিব’

কবি: মহিউদ্দিন ফারুক

কবিতা: শেখ মুজিব

প্রতিটি মানুষের মনে বাজে তোমার নাম,
প্রিয় নেতা তুমি মোদের শেখ মুজিবুর রহমান।
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী তুমি শেখ মুজিব
তোমার ডাকে হয়েছিল
একদিন বাঙালির মন সজীব।
৬ দফা থেকে ৭১ তোমার শ্রেষ্ঠ সংগ্রাম
তোমার নাম ধারণ করেছে ৬৮ হাজার গ্রাম।
৭ই মার্চের অগ্নিঝরা অমর সেই ভাষণ,
তারপরে কি করতে পারে
ইয়াহিয়ারা এদেশ শাসন।
তোমার হাত ধরে এসেছে মোদের কাঙ্খিত স্বাধীনতা
কেমনে ভুলিবে বলো, বাঙালি তোমার সে বীরগাথা।
পঁচাত্তরের পনেরো আগস্ট তোমার অকাল মরণ,
আমরা চিরদিন করিবো তোমার জীবন দানকে স্মরণ।
সংগ্রামী সেই জীবন তোমার সেদিন হলো শেষ
তোমার জন্য আজ পেয়েছি ,
স্বাধীন বাংলাদেশ।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …