নিজস্ব প্রতিবেদকঃ
মহা তাঁবু জলসা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ৬ষ্ঠ নাটোর জেলা রোভার মুট -২০২০। শনিবার সন্ধ্যায় নাটোর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট প্রাঙ্গণে এই মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিযাজ পিএএ। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন প্রশাসক পত্নী কামরুন্নাহার হাসান।
আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাটোর লিটন কুমার সাহা পিপিএম-বার, বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ কমিশনার ও উপসচিব আবু সালেহ মহিউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, রোভার এর নাটোর জেলা কমিশনার আব্দুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ষ্ঠ নাটোর জেলা রোভার মুট এর আহ্বায়ক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী পিএএ। এরপর আগুন জ্বেলে মহা তাঁবু জলসা (ক্যাম্প ফায়ার) অনুষ্ঠান শুরু হয়।
আরও দেখুন
সিংড়ায় পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক সিংড়া…………নাটোরের সিংড়ায় যাত্রী ও জনসাধারণের সুবিধার্থে পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও মাজহারুল ইসলাম। …