নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম ,,,,,,,,,,,,,,,,,মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মাননীয় পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ,বগুড়া রিজিয়ন, বগুড়া, মহোদয়ের মৌখিক নির্দেশে বনপাড়া বাইপাস হতে- পাবনা মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের
সচেতনামূলক মাইকিং করা হয়। আজ বুধবার (২৪-১২-২০২৪ইং ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় সময়ে বনপাড়া হাইওয়ে থানা উদ্যোগে বনপাড়া বাইপাস হতে সচেতনতা মূলক মাইকিং কার্যক্রম প্রাথমিক পর্যায়ে শুরু করা হয়। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের সহযোগিতা কাম্য। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধে বনপাড়া পৌর বাজার, কয়েন বাজার, গড়মাটি বাজার, রাজাপুর বাজার এলাকায় ঘুরে ঘুরে মহাসড়কে চলাচলরত যানবাহনের মালিক, চালক ও সর্বসাধারণের মহাসড়কে চলাচলের বিষয়ে সচেতনতা মূলক মাইকিং ও ইহা ছাড়াও মহাসড়কে যাহাতে থ্রি হুইলার না চলে সে বিষয়েও সবাইকে অবগত করা হয়। পরে
থ্রি হুইলার মালিক ও চালকদের নিয়ে পাবনা মহাসড়ক রাজাপুর বাজারে সিএনজি স্ট্যান্ডের পাশে মতবিনিময় সভা আয়োজন করা হয়। সবাইকে মহাসড়কে শৃঙ্খলা মেনে ও সাইড লেন মেনে চলাচলের জন্যে পরামর্শ প্রদান করা হয়। শৃংখলার ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এবং মহাসড়কে থ্রি হুইলার বন্ধে বনপাড়া হাইওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। থ্রি হুইলার চালক ও মালিকগণ নিয়ম মেনে চলবেন মর্মে একমত পোষণ করেন। জনস্বার্থে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন মেনে চলে সে বিষয়ে সকলকে সচেতন করা হয়।