নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। বুধবার সন্ধ্যা ৭টায় মহাষ্টমীতে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় এলাকায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, গুরুদাসপুর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ধীরেন্দ্র নাথ ঘোষ ও সাধারণ সম্পাদক অসীম কুমার পালসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
করোনার প্রভাবে এবার আয়োজন অনেকটাই সীমিত, তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে। এ বছর গুরুদাসপুরে ৩৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলো মুখরিত হচ্ছে ঢাকের বাদ্য, উলুধ্বনি আর শঙ্খের আওয়াজে।
জেলা প্রশাসক শামীম আহম্মেদ শান্তি ভারতী সংঘের পূজা মন্ডপে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, গুরুদাসপুরসহ জেলার সবখানেই শান্তি সম্প্রীতি দেখে আমি মুগ্ধ হয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠুভাবে পালন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / মহাষ্টমীতে গুরুদাসপুরের পূজা মন্ডপ পরিদর্শন করলেন নাটোরের জেলা প্রশাসক
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …