শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মহারাজা জে এন উচ্চ বিদ্যালয় এর এসএসসি ৮৮ ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহারাজা জে এন উচ্চ বিদ্যালয় এর এসএসসি ৮৮ ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক:

মহারাজা জে এন উচ্চ বিদ্যালয় এর এসএসসি ৮৮ ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ৫ জুলাই বুধবার বেলা এগারোটার দিকে ভবানীগঞ্জ মোড় এলাকায় পৌর ঈদগাহ ময়দানে এই বৃক্ষ রোপন করা হয়। এস.এস.সি ১৯৮৮ ব্যাচের প্রতিষ্ঠা বার্ষিকীর পুনর্মিলনীতে পৌর জামে মসজিদ ঈদগাহ মাঠে বৃক্ষ রোপন অভিযানের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন মহারাজা জেএন উচ্চ বিদ্যালয় এবং কলেজের সভাপতি ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ, সংরক্ষিত নারী কাউন্সিলর নার্গিস আক্তার, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ। এই কর্মসূচিতে তারা দুই শত সুপারির গাছ লাগান।

বৃক্ষরোপণ কর্মসূচি পালনের এক প্রতিক্রিয়ায় মেয়র উমা চৌধুরী জানান, নানা অজুহাতেই বা উপলক্ষে মানুষ যদি এমনি করে বৃক্ষরোপন করে তাহলে আমাদের নাটোর যেমন সৌন্দর্যমন্ডিত হবে তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। তিনি নতুন প্রজন্মকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ক্রমে ফলজ, বনজ এবং ঔষধি অন্তত তিনটি করে বৃক্ষ রোপনের আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচির পরে ৮৮ ব্যাচের শিক্ষার্থীরা কেক কাটা এবং নৌকা ভ্রমণে বের হন।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …