সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মহারাজপুর ইউপি চেয়ারম্যানের সচিবকে নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

মহারাজপুর ইউপি চেয়ারম্যানের সচিবকে নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক:
খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ সচিব ইকবাল হোসেন এর উপর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাদমুদ এর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিয়ান পরিষদ সচিব সমিতি (বাপসা) নাটোর জেলা শাখা। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনিয়ান পরিষদ সচিব সমিতি (বাপসা) নাটোর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপি প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির নাটোর জেলা শাখার সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক নাফিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক অরিফুল ইসলাম।

মানববন্ধনে বক্তরা প্রতিবাদ জানিয়ে বলেন, খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ সচিব ইকবাল হোসেন কে গত ২১/০৩/২০২২ ইং তারিখে চারঘন্টা আটকিয়ে রেখে যে সন্ত্রাসী কায়দায় তাকে নির্যাতন করেছে আব্দুল্লাহ আল মাদমুদ চেয়ারম্যান। এ ঘটনা সুষ্ঠ তদন্ত করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা এই মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীদের।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ান পরিষদ নাটোর জেলার বিভিন্ন ইউনিয়ানের সচিব বৃন্দ।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …