শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / মহামায়ার সৌন্দর্য দেখে মুগ্ধ মালদ্বীপের হাইকমিশনার

মহামায়ার সৌন্দর্য দেখে মুগ্ধ মালদ্বীপের হাইকমিশনার

নিউজ ডেস্ক:
দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মীরসরাইয়ের মহামায়া ইকোপার্ক ভ্রমণ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির। বুধবার (১৩ অক্টোবর) সকালে ব্যক্তিগত সফরের অংশ হিসেবে ১৪ সদস্য বিশিষ্ট একটি টিম নিয়ে তিনি মহামায়া লেক ভ্রমণ করেন তিনি।

মালদ্বীপের হাইকমিশনারের গাড়ি বহর সকাল সাড়ে ৯টায় মহামায়া ইকোপার্কে পৌঁছে। এ সময় তারা ইকোর্পাক ঘুরে দেখেন ও লেকে নৌকা নিয়ে ঘুরে বেড়ান। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থানের পর হাইকমিশনার ও তার দল চট্টগ্রাম মহানগরের উদ্দেশে রওনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘মহামায়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।’

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …