সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মহামারি থেকে রক্ষায় মাজার শরিফে এমপি বকুলের বিশেষ মোনাজাত

মহামারি থেকে রক্ষায় মাজার শরিফে এমপি বকুলের বিশেষ মোনাজাত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
করোনাভাইরাস এর মহামারি থেকে বাংলাদেশ তথা সারা বিশ্ববাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত করলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল। সোমবার জোহর নামাজ শেষে উপজেলার বড়বাঘা হযরত শাহসুফি মাওলানা মোকাররম দানিশ মান্দ (রহঃ) এর মাজার শরিফে এই বিশেষ মোনাজাত করেন তিনি। মোনাজাত শেষে করোনায় ঘর বন্দি স্থানীয় দরিদ্রদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন বকুল।

দয়ারামপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে ১৩৫ জন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এমপি বকুল

এর আগে সামাজিক দূরত্ব বজায় রেখে নাটোরের বাগাতিপাড়ায় করোনাভাইরাসে সংকট মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ১৩৫ জন পরিবহন শ্রমিকদের মাঝে নিজস্ব অর্থায়ানে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সোমবার দুপুরে উপজেলার দয়ারামপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর উপজেলা তাঁতিলীগের সভাপতি তৌহিদুর রহমান বাঘা, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লাসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ । খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু এবং সাবান।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …