শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, হিলি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ওমা রামের হাতে বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও দুবাহিনীর পক্ষে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যগন উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী জানান, সীমান্তে সোহার্দ-স¤প্রতি, ভ্রাতত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ মিলে মিশে সীমান্তে তাদের দায়িত্ব পালন করতে পারে ও দুবাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরো জোরদাড় হয় এলক্ষ্যে প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …