নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে বড়াইগ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকাল ২৯ মার্চ মঙ্গলবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা সুশীল পাল ট্রাস্ট আয়েজিত জোয়াড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব ও জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, এরিয়া ইন চার্জ সঞ্জয় মৈত্র, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন প্রমূখ।
জোয়াড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় আলোচকগণ দেড়শত বছরের পুরাতন এই বিদ্যাপীঠের অবকাঠামো উন্নয়নের দাবি করেন। আলোচনা শেষে সন্ধ্যার পরে স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নীড় পাতা / জেলা জুড়ে / মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বড়াইগ্রামে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আরও দেখুন
নন্দীগ্রামে জিডির তদন্তে চা বিক্রেতার নিকট থেকে ঘুষ দাবির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,, জিডির তদন্তে এসে চা বিক্রেতার নিকট থেকে ১৩ হাজার টাকা ঘুষ …