নিজস্ব প্রতিবেদক, হিলি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি থাকায় আজ রবিবার সকাল থেকে হিলি বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, রবিবার ৬৯ তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারি ছুটি থাকায় এ বন্দরে কোনো আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চলবে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের গণ সংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছুটিতে থাকায় আজ রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চলবে। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের অভ্যন্তরে লোড আনলোড সহ সকল কার্যক্রমও বন্ধ রয়েছে।