নিজস্ব প্রতিবেদক, হিলি:
অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান, অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে (সোমবার) সকাল থেকে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আগামীকাল ২২ শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই বন্দরের সব কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।