শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / মহান বিজয় দিবসে রাজশাহীতে মেয়র লিটনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য বিজয় র‌্যালি

মহান বিজয় দিবসে রাজশাহীতে মেয়র লিটনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী
মহান বিজয় দিবসে রাজশাহী মহানগরীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী নির্বাহী সদস্য, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে এসব কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনীসহ নগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

সোমবার সকালে নগরীর কুমারপাড়াস্থ স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করে মহানগর আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন, বঙ্গবন্ধু পরিষদসহ সামাজিক, স্বেচ্ছাসেবীসহ সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালি। এতে নেতৃত্ব দেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। র‌্যালিটি নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে মনিচত্বর ঘুরে রাজশাহী কলেজের সামনে দিয়ে লোকনাথ স্কুল হয়ে সিটি কলেজের সামনে দিয়ে মালোপাড়া হয়ে গণকপাড়া হয়ে পুনরায় আওয়ামী লীগের আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত অংশ নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকারসহ নগর আওয়ামী লীগের নেতাকর্মী, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর শ্রমিক লীগ সভাপতি বদিউজ্জামান খয়ের, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নগর কৃষকলীগের সভাপতি রহমতুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, তাতীঁলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবন্দসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …