নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
১৬ডিসেম্বর মহান বিজয় দিবসে নাটোরের গুরুদাসপুরে সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপ ধ্বনির পর উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতায় নিহত বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সকালে উপজেলা চত্বরের কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রথম শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।
পরে সুশৃঙ্খলভাবে একে একে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, গুরুদাসপুর থানা, বীরমুক্তিযোদ্ধাগণ, পল্লী বিদ্যুৎবিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতায় নিহত বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে স্বাধীনতায় নিহত বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …