নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সর্ম্পকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে তীব্র নিন্দা ও প্রতিবাদ মিছিল করেছে কয়েকটি মসজিদের মুসল্লিরা।
আজ শুক্রবার জুম্মার নামাজ শেষ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পলশা গ্রামের সর্বস্তরের জনগনের ব্যান্যারে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলটি পলশা মিশন বাজার থেকে বের হয়ে ৪টি গ্রাম প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পলশা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আস্তারুল ইসলাম, পলশা দক্ষিণ পাড়ার ইমাম জয়নুল হক, বালিয়াডাঙ্গার ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান, রসুল জামে মসজিদের ইমাম হুমায়ন কবিরসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সর্ম্পকে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানান, কটুক্তিকারী কুলাঙ্গারদের অতিসত্ত¡র দৃষ্টান্তমুলক শাস্তি দাবি এবং ভারতীয় সকল পণ্য বয়কটের আহ্বান জানান সমাবেশে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে কুটক্তি করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের পলশা এলাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ মিছিল
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …