রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আছর নামাজ শেষে নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ওলামা পরিষদের সহসভাপতি মুফতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুকের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুর রহমান ও মাওলানা আব্দুল মোমিন প্রমূখ।

বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তাকে প্রমোটকারীকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় উপমহাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টসহ সাম্প্রদায়িক দাঙ্গার প্রবল সম্ভাবনা রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …