সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / মমতাজ উদ্দিনের স্মৃতিসৌধে বাগাতিপাড়া ছাত্রলীগের শ্রদ্ধার্ঘ্য অর্পন

মমতাজ উদ্দিনের স্মৃতিসৌধে বাগাতিপাড়া ছাত্রলীগের শ্রদ্ধার্ঘ্য অর্পন

খাদেমুল ইসলাম:
৬ জুন নাটোরের আওয়ামী লীগের অন্যতম অভিভাবক জননেতা মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদাতবার্ষিকী। এ উপলক্ষে নানা কমৃসূচী গ্রহণ করেছে লালপুর-বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ। রবিবার সকালে গোপালপুরের শহীদ মমতাজ উদ্দিনের স্মৃতিসৌধ শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্যে ভরে ওঠে।

জননেতা মমতাজ উদ্দিনের ১৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে লালপুর উপজেলার গোপালপুর চিরঞ্জীব মমতাজ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদ। এছাড়া মমতাজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় স্বল্প পরিসরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদ, সাধারণ সম্পাদক সিহাব মাহমুদ সজল, সাংগঠনিক সম্পাদক দিবস, সাংগঠনিক সম্পাদক মেহেদী, প্রচার সম্পাদক তানিব, ছাত্রলীগে নেতা তুহিন, শাওন, রাব্বি, রাহীসহ বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সকল সদস্যবৃন্দ।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …