রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে মধ্যে রাতে নারীর ডাকে সাড়া দিতে গিয়ে গুরুতর আহত যুবক

গুরুদাসপুরে মধ্যে রাতে নারীর ডাকে সাড়া দিতে গিয়ে গুরুতর আহত যুবক


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:

নাটোরের গুরুদাসপুরে গভীর রাতে মুদি দোকানদার মনিরুল ইসলামকে ডেকে নিয়ে লাঠিপেটা ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে গুরুদাসপুর থানায় হত্যা চেষ্টার মামলা হলে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলহরিবাড়ী গ্রামে সোমবার মধ্য রাতে প্রবাসী মো. নাজিমের স্ত্রী রিনা খাতুন (২২) প্রতিবেশী বাবর আলীর ছেলে মুদি দোকানি মনিরুল ইসলামকে (৩৫) মোবাইল ফোনে ডেকে নেয়। এরপরে রিনার ভাই ময়েন মোল্লা ও মামাতো ভাই আরমানসহ ৭/৮ জন মিলে তাকে লাঠিপেটা করে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও বাম পাজরে আঘাত করে। আহত মনিরুল অজ্ঞান হয়ে পড়লে ময়েনরা ৯৯৯ এ ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মনিরুল ও রিনার মধ্যে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে স্থানীয় অনেকে মন্তব্য করেছেন।

সেকারনেই হয়তো মনিরুলের ওপর আক্রমন হয়েছে। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, আহত মনিরুলের পিতা বাবর আলী মঙ্গলবার সকালে থানায় মামলা দায়ের করেছেন। এ প্রেক্ষিতে আসামী ময়েন মোল্লা (৪২), আরমান ওরফে আবু হুরাইয়া (৩২) ও রিনা খাতুন (২২) কে গ্রেপ্তার করে নাটোরে কারাগারে প্রেরন করা হয়েছে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …