বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / জাতীয় / মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক:
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এসব ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও ২৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। বাণিজ্য ও স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্নিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এছাড়াও আদেশে ওএমএস নীতিমালা অনুযায়ী সারাদেশে চাল, আটা, তেল, পেঁয়াজ ও ডাল রেশন কার্ডের মাধ্যমে বিতরণের জন্য বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন তিন রিটকারী আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
গত ৬ মার্চ সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন ও নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট করা হয়। রিটে তিন আইনজীবী সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন।

রিটে বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্নিষ্টদের বিবাদী করা হয়। এরপর তিন দিন এ বিষয়ে শুনানি হয়। এর মধ্যে হাইকোর্ট গত সোমবার রিট সংশোধন করে শুধু সয়াবিন তেল নয়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও তদারকির বিষয়টি যুক্ত করে রিট দাখিলের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গতকাল রিটটি সংশোধন করে হাইকোর্টে দাখিল করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …