বৃহস্পতিবার , এপ্রিল ২৪ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই পাখি শিকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

ভ্রাম্যমান আদালত কর্তৃক দুই পাখি শিকারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর সদরের একডালা এলাকায় নাহিদ ও বক্কর নামে দুই পাখি শিকারীকে ভ্রাম্যমান আদালত ৬মাসের কারাদন্ড দিয়েছে। রবিবার দুপুরে তাদের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, নাটোর সদরের একডালা এলাকা থেকে পাখি শিকার করা কালে শিকারি নাহিদ এবং বক্করকে আটক করা হয়। এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে পাখী শিকারের সময় হাতেনাতেি আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে আদালত পরিচালনা করে নাহিদ এবং বক্করকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে ৫নং মাঝঁগা ইউনিয়নে ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন সহযোগী সদস্য নিয়ে বিশাল সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫ নং মাঝগাঁ ইউনিয়নের  (২ নং) ওয়ার্ডের আগ্রান -নুরদহ কর্তৃক …