নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়া সদর ইউনিয়নের খোলাস গ্রামে প্রকাশ্যে জুয়া খেলার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক ৫ জনকে বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ১৮ ডিসেম্বর রবিবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই এরশাদ,এসআই সজীব মাহমুদ,এসআই শফিকুল ইসলাম সহ একটি চৌকশ টিমের সাথে দুপচাঁচিয়া সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব রুপম দাস এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামাদি সহ ৫ জনকে আটক করে।
আটক আসামীদ্বয় হলো খোলাস গ্রামের মৃত-ফজের মোল্লার ছেলে মুকুল মোল্লা (৪২) ,মৃত-শমসের আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০), আঃ কাদেরের ছেলেবিপ্লব প্রাং (৩৮) ,বেলাল প্রাং এর ছেলে মজনু প্রাং (৪০), মৃত-মোকছেদ মোল্লার ছেলে রুবেল মোল্লা(৩৬), এদের ১ জনকে এক মাসের আর বাকি ৪ জনকে ১০ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন,
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ৫ জুয়াড়ি কে বিনাশ্রম কারাদন্ড প্রদান
আরও দেখুন
নর্থ বেঙ্গল চিনিকলে আখ মাড়াই ও চিনি উৎপাদন
১২ ঘন্টা বন্ধ নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,লালপুর,নাটোর,১৬ নভেম্বর:নাটোরের লালপুর উপজেলার গোপালপুর চিনিকলে আখ মাড়াই চালুর …