বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ভ্যান চালানো শিখতে গিয়ে প্রাণ গেল শিশু শাকিবের

ভ্যান চালানো শিখতে গিয়ে প্রাণ গেল শিশু শাকিবের


নিজস্ব প্রতিবেদক:
ভ্যান চালানো শিখতে গিয়ে প্রাণ গেল শিশু শাকিবের। ঘটনাটি ঘটে নাটোরের সিংড়া থানাধীন ডাহিয়া ইউনিয়নের ছোট খোলাবাড়ীয়া গ্রামে। শনিবার দুপুর পৌনে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। শাকিব(১২) একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে আব্দুর রহমানের নিজ বাড়িতে রেখে দেয়া ভ্যান চালানো শিখতে যায় তার ১২ বছরের ছেলে শাকিব। ভ্যান চালান শেখা জন্য সে রাস্তায় বের হয়ে বিয়াশ-আয়েশ রাস্তার মাঝামাঝি স্থানে ব্যাটারি চালিত ভ্যান ঘোরাতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে তার গায়ের উপরে চাপা পড়ে। এতে সে মাথা এবং কানে প্রচন্ড আঘাত পায়। এসময় প্রচুর রক্তপাত হয়ে ঘটনার দশ মিনিট পরেই তার মৃত্যু হয়।

আরও দেখুন

লালপুরে গোঁসাই আশ্রমে কমিটি

গঠন নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে শ্রী শ্রী ফকির চাঁদবৈষ্ণব গোঁসাই আশ্রমে আলোচনা সভা ও আহŸায়ক …