নীড় পাতা / উত্তরবঙ্গ / ভ্যান চালকের বড়ই বিক্রির টাকা

ভ্যান চালকের বড়ই বিক্রির টাকা

ছিনতাই!

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে বড়ই বিক্রি করে বাড়ি ফেরার পথে ভ্যানচালকের ২০ হাজার
টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপজেলার চাপিলা ইউনিয়নের আলীপুর গ্রামে
বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ওই টাকা উদ্ধারের জন্য বৃহস্পতিবার দুপুরে
গুরুদাসপুর থানায় অভিযোগ দিয়েছেন ভ্যানচালক মইনুল হোসেন (৩৫)।
অভিযোগে জানা যায়, ব্যাটারী চালিত ভ্যান দিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন
মইনুল। বুধবার বিকেলে তার চাচা সরজুল ইসলামের বড়ই বিক্রির জন্য ভ্যানযোগে
পাশের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর ফলের আড়তে যান। সেখানে খরচ বাদে ২০
হাজার টাকায় বড়ই বিক্রি করেন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে চাপিলা
ইউনিয়নের আলীপুর এলাকায় পৌঁছালে তার ভ্যানের গতিরোধ করে দুর্বৃত্তরা।
এসময় তার মাথায় ও পিঠে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। ভ্যান
ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হলে দুর্বৃত্তরা মইনুলের মাথায় ছুরিকাঘাত করে
পালিয়ে যায়। প্রাণে বাঁচলেও টাকা খোয়া যায় মইনুলের। তিনি রশিদপুর গ্রামের
মকছেদ আলীর ছেলে।
ভুক্তভোগী মইনুল বলেন, ২০ হাজার টাকা তার কাছে অনেক কিছু। টাকা উদ্ধারে
তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় চলনবিল প্রেসক্লাবে
উপস্থিত সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার বলেন, অভিযোগের
প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে।

আরও দেখুন

৮ মাসে রাজস্ব. যতো কোটি টাকা ঘাটতি ,,,,,,

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর। এই বন্দরে নতুনঅর্থ বছরের প্রথম ৮ মাসে …