নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় ভ্যান চালককে মারপিট করার ঘটনায় বিএনপি নেতার
বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বুধবার
সকাল ১০টার সময় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর বাজারে চামারী
ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর
রাজ্জাকের বিরুদ্ধে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিলদহর গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ
করেন।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা নয়ন আহমেদ বলেন,‘আব্দুর রাজ্জাক
প্রভাবশালী হওয়ার কারনে এবং রাজনৈতিক পেশী শক্তির অপব্যবহার করে
নীরিহ মানুষদের ওপর অত্যাচার করছে। একজন ভ্যানচালকের সাথে জমি
বিরোধের জেরে তাকে যেভাবে হত্যাচেষ্টা করা হয়েছে তা অন্যায়। তার
বিচার ও দলীয়ভাবে বহিষ্কারের দাবিও জানান তিনি।’
মানববন্ধনে আহত ভ্যান চালক মোঃ আব্দুল মোমিন শেখ জানান,‘চামারী
ইউনিয়নের বিলদহর গ্রামের বাসিন্দা তিনি। ব্যাটারিচালিত
অটোভ্যান চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করেন। নিজের অল্প কিছু
জমি রয়েছে। সেগুলোও চাষাবাদ করেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে
ক্ষমতার অপব্যবহার করে গত (শনিবার ১৮ জানুয়ারি) পূর্ব পরিকল্পনা
মোতাবেক প্রতিবেশী চামারী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তার অনুসারীদের নিয়ে তার ওপর
অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে
গেলে পরিবারের সদস্যরা উদ্ধার করতে এলে তাদেরকেও হামলা করা হয়। তার ভয়ে
থানায় মামলা করেতেও যেতে পারেননি তিনি। বাড়ি থেকে বের হলে
প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। তার অত্যাচারে অতিষ্ঠ্য হয়ে
গ্রামবাসী তার জন্য মানবিক হয়ে রাস্তায় নেমেছে আব্দুর রাজ্জাকের
বিচার ও দলীয়ভাবে বহিষ্কারের দাবিতে।’
এ বিষয়ে জানতে আব্দুর রাজ্জাকের মুঠফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন,‘এ
সংক্রান্ত কোন অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণ করা হবে।
