সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ভোলায় ছাত্রদল সভাপতি হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভোলায় ছাত্রদল সভাপতি হত্যার প্রতিবাদে নাটোরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক:
নাটোর ভোলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মিদের সংঘর্ষে গুলিবৃদ্ধ হয়ে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম কে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় শহরের হাফরাস্তা মোড় থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন, সহ সভাপতি মনির হোসেন সহ নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ছাত্রদল নেতা নূরে আলমকে হত্যা করে সরকার ছাত্রদলকে দমন করতে চায়। কিন্তু সরকার পতন আন্দোলন আরো বেগবান হবে। সেই আন্দোলনে হাসিনা সরকারের পতন হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …