নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার (২১ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল উপশহর কেন্দ্রে ভোট প্রদান করেন মেয়র প্রার্থী জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। ভোট প্রদানের পর সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিণী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, কনিষ্ঠ কন্যা মাইশা সামিহা জামান শ্রেয়া।
সাংবাদিকদের ব্রিফিং এর সময় খায়রুজ্জামান লিটন সমৃদ্ধ রাজশাহী গড়ার লক্ষ্যে আবারও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। তবে বিএনপিসহ অন্য সব দল এই নির্বাচনে এলে আরও ভালো লাগতো। তারা নির্বাচনে না এসে ভুল করেছেন বলে মন্তব্য করেন খায়রুজ্জামান লিটন।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন বলেন, এখন পর্যন্ত নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। শেষ পর্যন্ত এমন পরিবেশই থাকবে। রাজশাহী শান্তির নগরী এখানে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বলেন লিটন।
খায়রুজ্জামান লিটন বলেন, পরিবেশ ভালো আছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দেবেন। সব মিলিয়ে রাজশাহীতে ৬০ শতাংশের ওপরে ভোট কাস্টিং হবে বলেও আশা প্রকাশ করেন খায়রুজ্জামান লিটন।
এদিকে ভোট প্রদান শেষে দুপুর ১২টা পর্যন্ত শহীদ নজমুল হক উচ্চ বিদ্যালয়, ১ নং দরিখড়বোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ই নূর দাখিল মাদ্রাসা তেরোখাদা, আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালদা কলোনী,রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজ, কাশিয়াডাঙ্গা, মোল্লাপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয়,মোমেনা বক্স ইউসেফ স্কুল, কাশিয়াডাঙ্গা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী কোর্ট একাডেমী, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) কেন্দ্র পরিদর্শন কমরেন মেয়র নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান র্লিটন