মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে জরিমানা

ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদী গ্রামে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে মো. তৈয়ব, মিজানুর রহমান, সবুর মোল্লা ও মো. আহাদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। 

জানা যায়, গুড় ব্যবসায়ীরা নিজেদের বাড়িতে খেজুরের রসের সঙ্গে চিনি, আটা ও রং মিশিয়ে গুড় তৈরি করছিল। খবর পেয়ে থানা পুলিশের মাধ্যমে তাদের আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …