রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / বিনোদন / ‘ভূত’ হয়ে দেখা দিলেন জয়া

‘ভূত’ হয়ে দেখা দিলেন জয়া

বিনোদন ডেস্ক
কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের প্রযোজিত সিনেমা ‘ভূতপরী’। এতে ভূত চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান। হ্যাঁ, পর্দায় ভূত জয়াকে দেখতে পাবেন ওপার বাংলার দর্শকরা। পশ্চিমবঙ্গের কালিকাপুর গ্রামে শুরু হয়েছেন সিনেমাটির শুটিং। এতে দেখা মিলেছে ধবধবে সাদা শাড়ি পরিহিত জয়ার। যেখানে খোলা প্রান্তরে মাটিতে হাত ছুঁয়ে হতবিহ্বলের মতো বসে থাকতে দেখা গেছে তাকে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাদা শাড়ি পরিহিত সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন জয়া।

‘ভূতপরী’র পোস্টারে জয়া আহসান

ভৌতিক ঘরানার সিনেমা ‘ভূতপরী’। এতে ভূতের আত্নকাহিনি বলা হয়েছে। পশ্চিমবঙ্গে এবারই প্রথম এ ঘরানার সিনেমায় কাজ করছেন বলে জয়া আগেই জানিয়েছেন। ভূতের ভয় এবং রহস্যে ঘেরা এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌকর্য ঘোষাল নিজেই। 

এতে জয়ার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। জয়া-ঋত্বিক ছাড়াও এতে আরও থাকছেন সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ।

আরও দেখুন

নন্দীগ্রামে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো …