নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজার থেকে উধাও হয়ে যাওয়া শিউলী ক্লথ স্টোর এন্ড আরএস টেইলার্সের ব্যবসায়ী রফিকুল ইসলামের বিরুদ্ধে ভূয়া চেক প্রদানসহ প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় খামারনাচকৈড় মহল্লার আব্বাস আলী তার পাওনা টাকা আদায় করতে না পেরে গুরুদাসপুর আমলী আদালতে বাদি হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার মোকদ্দমা নং- সিআর-৪০১/২০১৯। রফিকুল উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ অক্টোবর পাওনা টাকা পরিশোধের নিমিত্তে আব্বাস আলীকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁচকৈড় শাখার একটি চেক প্রদান করেন রফিকুল। কিন্তু রফিকুলের ব্যাংক হিসাব নম্বরে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় ওইদিনই চেক ডিজঅনার হয় (চেক নং- আইবিএইচ ৭২৩৮৫৩৩ আল ওয়াদিয়াহ চলতি হিসাব নং-৪৩৪)। প্রতারণার শিকার আব্বাস চারদিন পর ৭ অক্টোবর আইনজীবীর মাধ্যমে চেকের আড়াই লাখ টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ পাঠান। ১৬ অক্টোবর নোটিশপ্রাপ্ত হলেও টাকা ফেরত দেয়নি রফিকুল।
ভুক্তভোগী আব্বাস জানান, তার সাথে সুসম্পর্ক গড়ে তুলে আস্থা অর্জন করে প্রতারক রফিকুল ইসলাম। এক পর্যায়ে ২০১৯ সালের ১৬ জুন ব্যবসার প্রয়োজনে তার নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ধার হিসেবে নেয় রফিকুল ইসলাম। তিনি আরো বলেন, শুধু আমি না, চেক ডিজঅনারসহ প্রতারণার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক ব্যক্তি লিগ্যাল নোটিস প্রদান করেছেন। ন্যায় বিচার পেতে আসামী রফিকুল ইসলামকে দ্রুত গ্রেফতারের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী আব্বাস প্রফেসার।
চাঁচকৈড় বাজারের ব্যবসায়ীরা জানান, একাধিক ব্যাক্তির কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় গা ঢাকা দিয়েছেন রফিকুল ইসলাম। এবিষয়ে কথা বলতে রফিকুলের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বাদি পক্ষের আইনজীবী নাটোর জজ কোর্টের এডভোকেট আনিছুর রহমান জানান, ব্যাংকে টাকা না থাকা সত্বেও চেক দিয়ে এনআই এ্যাক্টের ১৩৮ ধারার অপরাধ করেছেন রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …