নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন, লালপুর থানাধীন বড়বড়িয়া হাজীপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে তুরাব আলী (২৬), বড়বড়িয়া বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাজিবুল ইসলাম জয় (২১), লালপুর থানাধীন ধনঞ্জয় পাড়া এলাকার শামসুল হকের ছেলে আলতাফ হোসেন (২৮) ও কামারহাটি নতুন পাড়া এলাকার জিন্নাত আলীর ছেলে নাহিদ হাসান (২৫)।
রাজশাহী-৫ সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিকে নাটোর জেলার লালপুর থানাধীন বড়বড়িয়া টলটলি পাড়া ও বড়বড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভিন্ন রংয়ের পাঁচটি ব্যাগে লুকানো মোট ১০৩ পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ৩০, ৯০০ টাকা সহ চার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জদ্বকৃত আলামত ১০৩ পিস ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখে সিকার করে।
এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …