শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে শনিবার সকালে ঈশ্বরদী মুক্তিযোদ্ধা অফিসের সামনে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু ও কুমারখালিতে বাঘা যতিনের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানের অগ্রযাত্রাকে নৎস্যাত করার জন্য আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌকার মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মোহাম্মদ রশীদুল্লাহ,  উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, জেলা আঃলীগের নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু,পাকশীর বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, আমিনুর রহমান দাদু, সিরাজ উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি প্রমূখ।
সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মাসুদ রানা। 

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …