সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ভালবাসা ও সংবর্ধনায় সিক্ত হলেন “স্বাধীনতা পুরস্কার” প্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডাঃ কামরুল

ভালবাসা ও সংবর্ধনায় সিক্ত হলেন “স্বাধীনতা পুরস্কার” প্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডাঃ কামরুল


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীবাসীর ভালবাসা ও সংবর্ধনায় সিক্ত হলেন “স্বাধীনতা পুরস্কার” প্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডাঃ কামরুল ইসলাম বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ০৭ টায় ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে ঈশ্বরদীর অমিয় সন্তান বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী স্বাধীনতা যুদ্ধে শহীদ আমিনুল ইসলাম এর সুযোগ্য পুত্র কিডনি চিকিৎসা পেশায় স্মরণীয় অবদান রাখায় রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার ” স্বাধীনতা পুরস্কার ২০২২” এ ভূষিত চিকিৎসক প্রফেসর ডাঃ কামরুল ইসলাম এর জন্মভূমি ঈশ্বরদীতে সুভাগমনে ঈশ্বরদীর সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ কামরুল ইসলামের মা রত্নগর্ভা অধ্যাপক রাহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ, সহকারী কমিশনার(ভূমি) টি এম, রাহসিন কবির।

বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ঈশ্বরদীর কর্তব্যরত চিকিৎসক, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঈশ্বরদীর গর্বিত সন্তান স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডাঃ কামরুল ইসলামকে ফুলেল শুভেচছা জানান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক শহিদুল হাসান (ববি সরদার)।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন পাবনা ঈশ্বরদীর কৃতি সন্তান অধ্যাপক ডা. কামরুল ইসলাম। তিনি চিকিৎসাবিদ্যা ক্যাটাগরিতে মনোনিত হন। মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কারপ্রাপ্তির খবরের প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সম্মানিত করেছেন। আমি এ পুরস্কারের জন্য আবেদনও করিনি। কিন্তু সরকার খুঁজে খুঁজে এরকম একটা বড় পুরস্কার আমার মতো নগন্য ব্যক্তিকে দিয়েছে এজন্য সরকারকে ধন্যবাদ জানালে কম হবে, আমি সরকারকে সাধুবাদ জানাই। তিনি বলেন, চিকিৎসাসেবায় আমাদের দেশে অনেকে অনেক ভালো কাজ করছেন। আমার মতো ব্যক্তিকে এরকম পুরস্কার দেওয়ায় অন্যরাও উদ্বুদ্ধ হবেন।

বাংলাদেশের চিকিৎসাসেবা আরও অনেক দূর এগিয়ে যাবে। ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ বলেন, নাগরিক কমিটি থেকে ঈশ্বরদীর কৃতি সন্তান অধ্যাপক ডা. কামরুল ইসলাম কে স্বাধীনতা বা একুশে পদকে ভূষিত করার দাবি করা হয়েছিল। সেই দাবি পূরণ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি নাগরিক কমিটি কৃতজ্ঞ। কামরুল ইসলামের জন্য ঈশ্বরদীসহ পুরো পাবনাবাসী গর্বিত।

অধ্যাপক ডা. কামরুল ইসলাম ৩০ মার্চ সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত, ঈশ^রদীর আমিন পাড়ায় শহীদ পিতা আমিনুল ইসলামের কবর জিয়ারত, পাকশি চন্দ্র প্রভা উচ্চ বিদালয়ে মতবিনিয়ম শেষে এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …