বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / ভার্চুয়াল সভার মাধ্যমে ‘ক্যাব’ এর আহ্বায়ক কমিটি গঠিত
`ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ' এর নব নির্বাচিত আহ্বায়ক নাভিদ খান চৌধুরী ও সদস্য সচিব নিয়াজ মাহবুব

ভার্চুয়াল সভার মাধ্যমে ‘ক্যাব’ এর আহ্বায়ক কমিটি গঠিত

সৈয়দ মাসুম রেজাঃ

ভার্চুয়াল একটি সভার মাধ্যমে ‘ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ’(ক্যাব)-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ মে বুধবার রাত ৯টায় অনলাইন লাইভের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এই ভার্চুয়াল সভায় সিনিয়র ক্যামেরাম্যান নাভিদ খান চৌধুরীকে আহ্বায়ক ও নিয়াজ মাহবুবকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সাহিল রনি নারদ বার্তাকে জানান, করোনাভাইরাস সংক্রমন রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের ‘ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশের’ গঠনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও চলমান সাংগঠনিক কার্যক্রমকে স্বাভাবিক রাখতে গত ১৩ মে বুধবার রাত ৯টায় অনলাইনে লাইভ ভিডিওর মাধ্যমে একটি ভার্চুয়াল সভায় মিলিত হয়েছিলাম। এর ফলে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করে যার যার অবস্থানে থেকে ভার্চুয়াল সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করি।

আরও দেখুন

অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে-দুলু

নিজস্ব প্রতিবেদক:বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবিলম্বে …