মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / ভারত হিলিতে জনতার কারফিউঃ হিলি স্থলবন্দর দিয়ে বানিজ্য বন্ধ

ভারত হিলিতে জনতার কারফিউঃ হিলি স্থলবন্দর দিয়ে বানিজ্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
ভারত হিলিতে জনতার কারফিউ ঘোষনার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কমে গেছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, করোনা ভাইরাসের কারনে ভারত হিলিতে জনতার কারফিউ ঘোষনা করায় আজ রবিবার সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

পানামা হিলি পোর্ট লিংক জনসংযোগ কর্মকর্তা, সোহরাফ হোসেন মল্লিক জানান, দু দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ থাকলেও পানামা পোর্ট অভ্যন্তরে পন্যের লোড আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানান, হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বাংলাদেশীরা ফিরে আসছেন ও ভারতীয়রা ফিরে যাচ্ছেন। তবে নতুন করে যাত্রী পারাপারের নিষেধাজ্ঞা রয়েছে।

আরও দেখুন

সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …