মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের যৌথ ভার্চুয়াল উদ্বোধন কাল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের যৌথ ভার্চুয়াল উদ্বোধন কাল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করবেন। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে আনুমানিক ৩৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ক্রস বর্ডার এনার্জি পাইপলাইন, যার মধ্যে পাইপলাইনের বাংলাদেশ অংশ প্রায় ব্যয়ে নির্মিত।

২৮৫ কোটি টাকা অনুদান সহায়তার অধীনে ভারত সরকার বহন করেছে। পাইপলাইনটির বার্ষিক ১ মিলিয়ন মেট্রিক টন (MMTPA) হাই-স্পিড ডিজেল (HSD) পরিবহনের ক্ষমতা রয়েছে। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় প্রাথমিকভাবে উচ্চ গতির ডিজেল সরবরাহ করবে। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের কার্যক্রম ভারত থেকে বাংলাদেশে এইচএসডি পরিবহনের একটি টেকসই, নির্ভরযোগ্য, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব মোড স্থাপন করবে এবং দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও দেখুন

সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …