শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ভারত থেকে আসছে ৫০ হাজার টন চাল

ভারত থেকে আসছে ৫০ হাজার টন চাল

নিউজ ডেস্ক:
ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার। প্রতিবেশী দেশটি থেকে প্রথমবারের মতো চাল আনা হবে রেলপথে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ দর প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে ভার্চুয়াল ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার।

তিনি জানান, এ চালের প্রতি কেজির দাম পড়বে ৩২ দশমিক ৭৩ টাকা। ভারতের সৌরভ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ চাল সরবরাহ করবে। কোলকাতা হয়ে বেনাপোল দর্শনা-রহনপুর রুটে চাল পৌঁছাবে দেশে।

রেলে চাল আনা হচ্ছে কেন- এমন প্রশ্নের জবাবে শাহিদা জানান, ‘দ্রুত ও সহজ উপায়ে চাল আনতে কলকাতা থেকে প্রথমবারের মতো এই চাল আমদানি করা হবে।’

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …