শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ভারতে মৈত্রী-বন্ধন ট্রেন চলবে ২৯ মে, মিতালী ১ জুন

ভারতে মৈত্রী-বন্ধন ট্রেন চলবে ২৯ মে, মিতালী ১ জুন

নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসের কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৯ মে ফের বাংলাদেশ-ভারতের মধ্যে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করবে। পাশাপাশি উদ্বোধন হয়ে থাকা মিতালী এক্সপ্রেস ট্রেনও আগামী ১ জুন চালু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

তিনি বলেন, আমরা বাংলাদেশ রেলওয়ে বসে ঠিক করেছি আগামী ২৯ মে থেকে বন্ধ থাকা ঢাকা- কলকাতা গামী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা- কলকাতাগামী বন্ধন এক্সপ্রেস ট্রেন চালু করবো। তবে এটা এখনো চ’ড়ান্ত হয়নি। কেননা, এটা দুটি দেশের বিষয়। আমরা আগামী রবিবার বা সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এটি চ’ড়ান্ত করবো।

তিনি জানান, এর পরে দু’দেশের প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধন হয়ে থাকা ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস ট্রেনটি আগামী ১ জুন দু দেশের রেলমন্ত্রী আবার উদ্বোধন করবেন এবং ওই দিন থেকে মিতারী এক্সপ্রেস চালু হবে। রেলওয়ে সূত্র বলছে, ২৯ মে ঢাকা থেকে কলকাতা ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। একই দিনে কলকাতা থেকে খুলনা ছেড়ে আসবে বন্ধন এক্সপ্রেস। আর ১ জুন নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস।

বাংলাদেশ রেলওয়ের সূত্রানুযায়ী, বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের প্রতীক হিসেবে দুই দেশের মধ্যে চালু করা তৃতীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’। ঢাকা- জলপাইগুড়ি পথে চলাচলের উদ্দেশে ২০২১ সালের ২৭ মার্চ এই ট্রেন সার্ভিস চালু করা হয়। এটি ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে ভারতের শিলিগুড়ির নিউ জলপাইগুড়িতে গিয়ে থামবে। মিতালী উদ্বোধনের পর এবারই যাত্রী পরিবহন করতে যাচ্ছে। এছাড়া মিতালী চালু হলে সপ্তাহে দুই দিন চলবে। রবি ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে ঢাকাতে আর ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার ছেড়ে যাবে এনজিপিতে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …