মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / ভারতে দোল উৎসব উৎযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

ভারতে দোল উৎসব উৎযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
ভারতে দোলযাত্রা উৎসব উৎযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের পানামা পোট অভ্যান্তরে পন্যের লোড আনলোড কার্য্যক্রম থাকবে স্বাভাবিক। এবং বুধবার থেকে যথারিতি আমদানি-রফতানি কার্য্যক্রম আবার স্বাভাবিক হবে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক আশিত কুমার শ্যানাল জানান, ভারতে দোলযাত্রা উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার সকাল থেকে দু-দেশের মধ্যে পন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি রপ্তানি শুরু হবে।

এদিকে হিলি চেকপোষ্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ সেকেন্দর আলী জানান, দোল উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

আরও দেখুন

উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাত ওচাঁদাবাজি করেছে তার হিসাব নবাবগঞ্জের

মাটিতেই দিতে হবে, নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,দেশে যারা উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাত করেছে ওমানুষের জায়গা, …