নিজস্ব প্রতিবেদক, হিলি
ভারত অভ্যন্তরীণ পেঁয়াজের সংকট দেখা দেয়ার অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। নানা জটিলতা ও জলনা-কল্পনা শেষে আজ সরকারি ছুটির দিনে পেঁয়াজ রপ্তানি করলো ভারত। সে দেশের সরকার গেলো ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। তবে পেয়াঁজ রপ্তানি বন্ধ ঘোষণার আগে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পুরনো এলসি করা ৫৭ টি পেয়াঁজ বোঝাই ট্রাক ৫ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে পেয়াঁজ বোঝাই ট্রাক গুলো বন্দরে প্রবেশ করতে শুরু করে। এতে করে ৫৭ টি ট্রাকে প্রায় ১ হাজার মেট্রিক টন পেয়াঁজ এসেছে হিলিস্থলবন্দর দিয়ে বাংলাদেশে। ইতিমধ্যেই এসব পেঁয়াজে পঁচন ধরেছে।
ব্যবসায়ীরা জানান, ভারত সরকার পেয়াঁজ রপ্তানি বন্ধ ঘোষণার আগেই দুর্গাপূজার বন্ধের সময় দেশের বাজারে পেয়াঁজের দাম স্বাভাবিক রাখতে নির্ধারিত মূল্যে প্রচুর পরিমাণ এলসি করে আমদানিকারকেরা। ভারত সরকার পেয়াঁজ রপ্তানি বন্ধ ঘোষণার পর পরই ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পেয়াঁজ গুলো ভারত অভ্যন্তরে আটকা পড়ে যায়।
হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাক হোসেন জানান, নানা জল্পনা-কল্পনা শেষে আজ শুক্রবার সেই পেয়াঁজ গুলো বন্দরে প্রবেশ করতে শুরু করে। যা বন্দরে প্রবেশ করলে পেয়াঁজের বাজার যেমন স্বাভাবিক হবে তেমনি আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পাবে আমদানিকারকেরা।
হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, পানামা পোটে ৫৭ টি পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশ করেছে। এদিকে দ্রুততার সাথে পেঁয়াজ খালাশ করছে পানামা পোর্ট।