নিজস্ব প্রতিবেদক:
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে
পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট
দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-
রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট
এসোশিয়েসনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।
তিনি জানান,ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ
থাকবে। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ
থাকবে। ছুটি শেষে শনিবার সকাল ১১ টা থেকে পুনরায় আমদানি রপ্তানি চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন,দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি
বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়েআমদানি-রপ্তানি বন্ধ
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …