মঙ্গলবার , ডিসেম্বর ৩১ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ভারতের রাষ্ট্রপতি আসছেন আজ

ভারতের রাষ্ট্রপতি আসছেন আজ

নিউজ ডেস্ক:
তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ সফরে আসছেন। ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বাংলাদেশে তাঁর প্রথম সফর। সফরসূচি অনুসারে, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ সকালে ঢাকা এসে পৌঁছালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী, কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তা। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। দুপুরে তিনি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন ভারতের রাষ্ট্রপতি। সেখানেই অতিথি রাষ্ট্রপতির সম্মানে বাংলাদেশের রাষ্ট্রপতির আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। আগামীকাল সফরের দ্বিতীয় দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। বিকালে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজাতে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদযাপনের জন্য আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। সফরের তৃতীয় দিন শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনার কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। মঙ্গলবার রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ভারতের রাষ্ট্রপতির সফর উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, এবারের সফর ভিন্ন মাত্রার। এ সফরে দুই দেশের মধ্যে কোনো চুক্তি বা সমঝোতা হচ্ছে না। তবে সাক্ষাতে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আমরা আশা করছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, একই বছরে একটি দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতিবেশী দেশে রাষ্ট্রীয় সফর যে কোনো দেশের ইতিহাসে বিরল ঘটনা এবং ভারতের পক্ষ থেকে এসব সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন। সফর উপলক্ষে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্ত্রীতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানানো ঐতিহাসিক ঘটনা। রাষ্ট্রপতি ১৬ ডিসেম্বর প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন করবেন।

সেখানে ভারতের প্রতিরক্ষা বাহিনীর ১২২ জন জওয়ান কুচকাওয়াজ অংশ নেবেন। এ সফরকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যকার সম্পর্ক ফের উজ্জীবিত হবে। সফরে দুই দেশের মধ্যে নতুন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। যার মধ্যে থাকবে পুনর্নবীকরণ বিদ্যুৎ শক্তি এবং ডিজিটাল সহযোগিতা। বিশেষ করে স্বাস্থ্য-পরিসেবা ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক হারে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা নিয়ে কথা হবে।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …