রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনে আজ সোমবার হিলি পোর্ট বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনে আজ সোমবার হিলি পোর্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার একদিন আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দর অভ্যন্তরের পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন মাষ্টার বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আজ সোমবার। এই কারণে হিলি স্থলবন্দর দিয়ে পন্য বানিজ্য বন্ধ থাকবে। তবে পানামা পোর্ট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পন্য পাঠানোর কাজ স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার থেকে যথা নিয়মে আবারও আমদানি রফতানি কার্যক্রম চালু হবে।

আরও দেখুন

গাছের সাথে বেঁধে নির্যাতন-আসামি গ্রেফতারে অনীহা পুলিশের

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:নাটোরের বাগাতিপাড়ার কৈচরপাড়া গ্রামে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে নির্যাতন ও …