সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / ভাড়া করা শিক্ষার্থী দিয়ে পিএসসি!

ভাড়া করা শিক্ষার্থী দিয়ে পিএসসি!

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় ভাড়া করা শিক্ষার্থী দিয়ে পিএসসি পরীক্ষা দেওয়ানোর অভিযোগ উঠেছে। কালিগন্জ বনমালী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দামকুড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে পিএসসি পরীক্ষার এমন অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ১৭ নভেম্বর থেকে পিএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে ঐ বিদ্যালয়ের ৮ জনের মধ্য ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কিন্তু অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সনাক্ত করার সময় বিষয়টি কেন্দ্র সচিবসহ পরীক্ষা কমিটির নিকট ধরা পড়ে। তারা সত্যতা যাচাইয়ের জন্য জন্মসনদ আনার পরামর্শ প্রদান করলে পরের দিন থেকে তিনজন পরীক্ষার্থী অনুপস্থিত দেখা যায়।

কেন্দ্র সচিব হাসান শাহরিয়ার জানান, প্রথম দিন ৫ জন অংশ নিলেও পরের দিন থেকে ৩ জন অনুপস্থিত রয়েছে। বর্তমানে দুজন পরীক্ষা দিচ্ছে।

আরও দেখুন

সাড়ে ৪ মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত নাইমের লাশ কবর থেকে উত্তোলন

নিজস্ব প্রতিবেদক হিলি ,,,,,,,,,,,,,,,গত ৪ আগস্টে দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেনিহত নাইমের লাশ প্রায় …