রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ভাটোদাঁড়া কালী বাড়ির সিসিটিভি রিসিভার চুরি!

ভাটোদাঁড়া কালী বাড়ির সিসিটিভি রিসিভার চুরি!


নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলার প্রায় ৩শ বছরের পুরোনো, ঐতিহাসিক ভাটোদাঁড়া কালী বাড়ির সিসিটিভি রিসিভার চুরির ঘটনা ঘটেছে। তবে পাশে থাকা সকল সামগ্রী যথাস্থানে রয়েছে। ওই ঘটনার সময় কালী বাড়ি চত্বরে কোন পাহারাদার ছিলনা। পুলিশের ধারণা, ওই হার্ডডিস্কে রেকর্ড হওয়া কোন বিষয় আয়ত্বে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। গতরাতে ওই ঘটনাটি ঘটে।

কালী বাড়ি কমিটির সহ-সভাপতি গণেশ ভট্টাচার্য বলেন, প্রতিদিনের মতো মর্ণিং ওর্য়াকে বের হয়ে তিনি কালী বাড়িতে প্রবেশ করেন। এসময় কালী ঘরের তালা ভাঙ্গা ও পরে সিসিটিভি হার্ডডিস্ক খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন।

কালী বাড়ি কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ জানান, কালী বাড়ির পেছনের দেয়াল টপকে দুর্বৃত্ত কালী বাড়ি চত্বরে প্রবেশ করে। এসময় পেছনের কাঠের দরজা ও তালা ছাড়াও কালী ঘরের গ্রিলের তালা ভেঙ্গে প্রবেশ করে। সিসিটিভি হার্ডডিস্ক ছাড়া অন্য কিছু খোয়া যাওয়ার তথ্য তিনি পাননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে তাদের ধারণা, ওই সিসি টিভি ফুটেজে এমন কিছু রেকর্ড ছিল যার সাথে কারো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত। ওটা নিয়ন্ত্রণে নিতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। ওই দূর্বৃত্তকে ধরতে পুলিশ কাজ করছে জানিয়ে তিনি বলেন, সরকারী নির্দেশনা মেনে কালী বাড়িতে পাহারার ব্যবস্থা করতে কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …