সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ভাগ্নেকে পিটিয়ে হত্যার অভিযোগ মামার বিরুদ্ধে

ভাগ্নেকে পিটিয়ে হত্যার অভিযোগ মামার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে ভাগ্নে সিরাজুল ইসলাম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ মামা মিলন হোসেন(২৮) এবং আব্দুল জলিল (৫৫)’র বিরুদ্ধে। রবিবার সকাল দশটার দিকে উপজেলার খোদ্দ কাচুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম উপজেলার খোদদো কাচুটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। অভিযুক্ত বিল্লাল হোসেন এবং আব্দুল জলিলএকই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সিরাজুল ইসলাম একজন মাদকাসক্ত ব্যক্তি। আজ ২৯ আগস্ট রবিবার সকালে তার মামা বিল্লাল হোসেন তার বোন সিরাজুলের মাকে অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল ধারালো অস্ত্র নিয়ে বিল্লাল হোসেন এবং আব্দুল জলিলের বাড়িতে হামলা চালায়। এতে বাধা দিতে গেলে ধাক্কা ধাক্কির ঘটেনা ঘটে। এতে মাটিতে পড়ে গিয়ে সিরাজুল অসুস্থ হলে পরিবারের লোকজন বনপাড়া এলাকার স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …